About Us

Bankers' Welfare Association Bangladesh (BWAB) গঠনের উদ্যোগ ও কার্যক্রম 
==================================================
 

১। প্রতিটি Professional Group এরই একটি সংগঠন বা Forum আছে অথচ দেশে Banking একটি বড়ো Sector হওয়া সত্ত্বেও তাদের কোনো সংগঠন নাই যার মাধ্যমে তারা তাদের কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করতে পারে। এ চিন্তা থেকেই এ এসোসিয়েশন এর Founder President কাজী মোঃ শফিকুর রহমান (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক) কর্তৃক Bankers' Welfare Association Bangladesh (BWAB) প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয় ।
২। এ এসোসিয়েশন এর অনুমোদন কর্তৃপক্ষ সম্বন্ধে তথ্য ।
Bankers' Welfare Association Bangladesh বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত Licence No. 25/2016 তারিখ 25/10/2016 মাধ্যমে অনুমোদিত এবং RJSC কর্তৃক TO-936/2016 তারিখ 15/11/2016 মাধ্যমে রেজিস্ট্রিকৃত।
৩। যারা এ এসোসিয়েশন এর সদস্য হতে পারবেন?
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা BWAB এর সদস্য হতে পারবেন।
৪। BWAB এর সদস্য হতে হলে করণীয়।

আমাদের BWAB website: bwab.org.bd তে Membership এর জন্য Auto Submission Provision রাখা হয়েছে। আগ্রহী যে কোনো ব্যাংক
বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা নিজে নিজেই Form Column পূরণ করে Membership নিতে পারবেন।
অথবা,
নিম্ন পদক্ষেপ নিয়ে ও Membership গ্রহণ করতে পারবেন:
Bankers' Welfare Association Bangladesh (BWAB) এর Lifetime Membership এর জন্য 
৫০০০/- (পাঁচ হাজার) টাকা নিম্ন Account এ জমা দিতে হবে:
(১) BWAB A/C No. 0460210009986 direct or through EFTN (Routing no.145264851 where necessary)
অথবা,
bKash Merchant No. 01798596285

Auto Payment Option এর মাধ্যমে Membership Fee বা BWAB এর অন্য Payment ও করা যাবে।
(২) কোনো সমস্যা হলে Kazi Md Shaheed Rahman, Mobile. 0183025907, coordinatorbwab@gmail.com এ যোগাযোগ করতে হবে ।
৫। এ সংগঠন এর মূল উদ্দেশ্য ও লক্ষ্য।
Bankers' Welfare Association Bangladesh (BWAB) এর প্রধান উদ্দেশ্য হচ্ছে:
(১) সদস্য গনকে নিজ নিজ প্রতিষ্ঠানে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।
সেই লক্ষ্যে সদস্যগনকে প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার এর মাধ্যমে দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলা।
এতে সদস্যগণ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের সাথে সাথে অন্য প্রতিষ্ঠানেও চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ।
(২) সদস্য গনকে অনাকাঙ্খিত দুর্ঘটনায় সাহায্য করা এবং বয়স্ক সদস্যগনকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা ও সম্ভাব্য সহযোগিতা করা।
৬।  BWAB কর্তৃক এ যাবৎ কি কি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং আগামীতে কি করা হবে ?
(১) প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ এর মাধ্যমে সদস্য গনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে BWAB Learning & HR Development Centre প্রতিষ্ঠা করা হয়েছে। আগ্রহী Resource Person দের সম্প্রীক্ত হবার জন্য আহ্বান করা হচ্ছে।
(২) ব্যাঙ্কিং, অর্থনীতি ও সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা পাওয়ার জন্য এবং Custmer গণের চাহিদা বিবেচনায় নিয়ে যুগোপযুগি Product  ও Service Development এর জন্য অথবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের Success Story তুলে ধরার জন্য BWAB Research & Development (R & D) Centre গঠন করা হয়েছে।
BWAB R & D Centre থেকে  Online Souvenir প্রকাশ করা হয়েছে।
Voice of Bankers নামে Quarterly 
e-News Letter প্রকাশিত হচ্ছে।
এ ক্ষেত্রে ও আগ্রহী সদস্যগণ কে সম্প্রীক্ত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।
(৩) সদস্যগণের মেধাবী ও কৃতি সন্তানদেরকে
প্রতি বৎসর BWAB Crest প্রদান করে স্বীকৃতি দেয়া হচ্ছে ও উৎসাহিত করা হচ্ছে।
(৪) তাছাড়া, প্রতি বৎসর নিম্ন Award গুলো দেয়া হচ্ছে : 
1. Award for Remarkable Achievement in Own Institution 
2. Award for Outstanding Achievement in Professionl Training 
3. Lifetime Achievement to the Retired Bankers 
4. Business Personality Award
5. Social Welfare Activities Award
6. BWAB President's Award to Members for Outstanding Contribution to the Association 
(৫) প্রয়োজনে সদস্যগণের সন্তানদের উদ্যোক্তা হিসাবে আত্বপ্রকাশের জন্য সহযোগিতা করা হবে l
(৬) ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বা অবসর প্রাপ্ত সকল কর্মকর্তাগণ ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যানে পর্যায়ক্রমে হাউজিং, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি হল, হাসপাতাল বা অন্য প্রয়োজনীয় প্রকল্প প্রতিষ্ঠা করা হবে ।
ইতিমধ্যে Bankers' Housing Project -1 এর কার্য ক্রম চলছে। Project টি RAJUK-PURBACHAL এর ২৮ নং Sector ঘেঁষে আকর্ষণীয় Location এ অবস্থিত।
Bankers' Housing Project -1 এ ২৭৯ কাঠা জমি Allotment দেয়া হয়েছে। এ Project এ BWAB Office (BWAB Tower) এর জন্য ২০ কাঠা জমি নেয়া হয়েছে। ইতিমধ্যে Bankers' Housing Project -1 এর কার্য ক্রম চলছে। Project টি RAJUK-PURBACHAL এর ২৮ নং Sector ঘেঁষে আকর্ষণীয় Location এ অবস্থিত।
Bankers' Housing Project -1 এ ২৭৯ কাঠা জমি Allotment দেয়া হয়েছে। এ Project এ BWAB Office (BWAB Tower) এর জন্য ২০ কাঠা জমি নেয়া হয়েছে। 
তুলনামূলক কম মূল্যে Banker গণ যাতে Plot নিতে পারেন সে লক্ষ্যে Bankers' Housing Project - 2 এর কার্যক্রম দ্রুত শুরু করার প্রচেষ্টা চলছে।
BWAB সদস্যগণের মধ্যে যাঁরা Bankers ' Housing এর Plot নিচ্ছেন, তাঁরা ভবিষ্যতে BWAB Tower Complex থেকে বাৎসরিক ব্যয় বাদ দিয়ে যে Profit থাকবে তা থেকে আনুপাতিক 
হারে Dividend পাবেন।
(৭) BWAB সদস্যগণের চাহিদা ও গুরুত্ব বিবেচনায়  দেশের অন্যান্য অঞ্চলে ও পর্যায়ক্রমে এ জাতীয় বা অন্য প্রকল্প স্থাপন করা হবে।
(৮) দরিদ্র, অক্ষম, পীড়িত, বন্যা দুর্গত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য BWAB Distressed Fund Account খোলা হয়েছে। এ Account এ জাকাত এর টাকা জমা দানের ও সুযোগ রাখা হয়েছে।
BWAB এর সদস্য ছাড়াও সমাজের আগ্রহী ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান এ Distressed Fund এ দান করতে পারবেন।
(৯) Corona Pandemic এর সময় BWAB নিম্ন বর্ণিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিপুল ভাবে   প্রশংসিত হয়েছে:
১) Covid -19 প্রাক্কালে কর্তব্য পালনের জন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা গণের অনুকূলে অতিরিক্ত ভাতা, স্বাস্থ্য বীমা এবং মৃত্যু কালীন ক্ষতিপূরণ সুবিধা অনুমোদন এর জন্য বাংলাদেশ ব্যাংক এর মাননীয় গভর্নর মহোদয় কে অনুরোধপত্র প্রদান করা হয়।
২) Covid-19 Monitoring Committee ও Quick Response Team গঠন করা হয়।
৩) BWAB এর সদস্য, তাদের পরিবারের সদস্য বা তাদের নির্ভরশীল ব্যক্তিগণ Covid -19 এ আক্রান্ত হলে বিনা মূল্যে চিকিৎসা সুবিধা দেয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার এর সঙ্গে MOU সম্পাদন করা হয়।
৪) Discounted Rate এ Covid-19 Test এর জন্য বিভিন্ন Diagnostic Centre ও Hospital এর সঙ্গে MOU সম্পাদন করা হয়।
৫) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা গণ যেনো অযথা হয়রানির স্বীকার বা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ না হয় এবং শৃঙ্খলাজনিত কারণ ব্যাতিত যেনো কাউকে চাকুরীচ্যুতো না করা হয় বা পদত্যাগে বাধ্য করা না হয় এ বিষয়ে পৃথক ভাবে সকল MD & CEO, ABB ও BAB কে BWAB কর্তৃক অনুরোধ পত্র প্রদান করা হয়।
৭। BAB কর্তৃক Covid-19 প্রাক্কালে ব্যাংক সমুহের ব্যয় সংকোচনের কতিপয় সিদ্ধান্ত গৃহীত হলে নিম্ন লিখিত বিষয় বিবেচনার জন্য BWAB কর্তৃক BAB কে বিশেষ ভাবে অনুরোধপত্র প্রদান করা হয়:
১) কোনো অবস্থাতেই ব্যাংক কর্মকর্তাগণের বেতন-ভাতা যেনো কমানো না হয়।
২) সাধারণভাবে সকল কর্মকর্তাগণের বাৎসরিক Increment যেনো প্রদান করা হয়।
৩) প্রত্যেক ব্যাংক এর বাৎসরিক মুনাফার অনুপাতে যেনো Incentive Bonus বিবেচনা করা হয়।
৪) প্রত্যেক ব্যাংক এ কর্মকর্তাগণের পদোন্নতি যেনো অব্যাহত রাখা হয় এবং একই ধরণের Promotion Criteria অনুসরণ করা হয়।
৫) বিভিন্ন Electronic Media বিশেষ করে Bank Barta, Banking News, bdnews24.com, Dhaka Times, jagonews24.com এবং Jugantor এ BWAB  President এর বক্তব্য প্রকাশিত হয় এবং এর Positive Impact হয়।
৬) বিভিন্ন TV Channel বিশেষত: Ekattor TV, Ekattor Journal ও Independent TV বিভিন্ন সময়ে ব্যাংক কর্মকর্তাগণের দাবী-দাওয়া ও কোনো কোনো ব্যাংক এ কর্মকর্তাদের স্বেচ্ছাবসর এ বাধ্য করা বা চাকুরীচ্যুতির বিষয়ে আলোচনার জন্য BWAB President কাজী মোঃ শফিকুর রহমান কে Talk Show তে আমন্ত্রণ জানানো হয় যেখানে তিনি ব্যাংক কর্মকর্তা গণের পক্ষে যৌক্তিক বক্তব্য রাখার সুযোগ পান।
৭) কতিপয় ব্যাংক কর্তৃক কর্মকর্তাগণকে স্বেচ্ছাবসরে বাধ্য করলে বা চাকুরীচ্যুতো করলে President, BWAB কর্তৃক বাংলাদেশ ব্যাংক এর গভর্নর মহোদয় কে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে Bangladesh Bank Financial Integrity Department কর্তৃক Investigation এর পর Desciplinary Reason ব্যতিত অন্য সকলকে চাকুরীতে পুনর্বহালের জন্য Bangladesh Bank কর্তৃক Circular এর মাধ্যমে নির্দেশ প্রদান করা হয়।
৮। এ এসোসিয়েশন এর সার্বিক ব্যবস্থাপনা। 
BWAB - Ministry of Commerce কর্তৃক প্রদত্ত Licence মাধ্যমে অনুমোদিত এবং RJSC কর্তৃক রেজিস্ট্রিকৃত।
ফলে Memorandum & Articles এর ধারা অনুযায়ী গঠিত Executive Committee কর্তৃক কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বচ্ছতার জন্য প্রতি বৎসর AGM এ Audited Financial Accounts ও Balance Sheet উপস্থাপন করা হচ্ছে।
AGM এ সদস্যগণ খোলা মেলা গঠনমূলক মতামত ও পরামর্শ দেয়ার সুযোগ পাচ্ছেন। 
অর্থাৎ, আর্থিক বিষয়সহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা রয়েছে।
Executive Committee তে যোগ্য সদস্যগণ প্রতিনিধিত্ব করছেন। 
ইতিমধ্যে, Senior Member গণের সমন্বয়ে BWAB Consultative Committee গঠন করা হয়েছে এবং যোগ্য Member গণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে আরও  উল্লেখ্য, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের স্বার্থসংলিস্ট বিষয়ে BWAB সব সময়ই জোরালো ভূমিকা অব্যাহত রাখছে।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত 
এবং অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা গনকে সদস্য ভুক্তির মাধ্যমে Bankers' Welfare Association Bangladesh (BWAB) এর এই বৃহত্তম Platform এ একীভূত হয়ে যথাযথ অবদান রেখে এ সংগঠন এর কার্যক্রম কে সাফল্যমন্ডিত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা যাচ্ছে।
            =================